You are here

উন্নত জাতের বীজ

ভাল বীজের বৈশিষ্ট্য

  • বীজ গজানোর হার ৮০% এর বেশী।
  • রোগমুক্ত, পরিষ্কার, পরিপুষ্ট ও চিটামুক্ত।
  • সকল বীজের আকার আকৃতি একই ধরনের।

ভাল বীজ- পরিমানে কম লাগে এবং ১০-১৫% ফলন বৃদ্ধি করে।