উইপোকা

(Amitermes spp.)
ক্ষতির লক্ষণ

  • সাধারণত গাছে মোচা আসার পর উইপোকার আক্রমন হয়।
  • উইপোকা গাছের গোড়ার দিকের মাটি উপরে তুলে ফলে গাছ শুকিয়ে মরে যায়।


দমন ব্যবস্থাপনা

  • পোকার আক্রমন দেখা দিলে অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।


বিভিন্ন ফসলে উইপোকা দমনের জন্য একতারা ২৫ ডব্লিউজি কার্যকরী ও অনুমোদিত। 

একতারা ২৫ ডব্লিউজি- ২.৫ গ্রাম একতারা ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র করুন।