টমেটোর ফল ছিদ্রকারী পোকা

(Tomatofruit borer)(Helicoverpa armigera)

ক্ষতিরলক্ষণ

  • কীড়া গাছের কচি অংশ খেয়ে বড় হয় এবং গর্ত করে ফলের ভিতরে ঢুকে বীজ খেয়ে ফসল ধ্বংস করে।
  • একটি কীড়া একাধিক ফল নষ্ট করে।

দমনব্যবস্থাপনা

  • আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করা।
  • প্রোক্লেম ৫ এসজি- ১গ্রাম/লিটার পানি, প্রয়োজনীয় পানির সাথে আনুপাতিক হারে প্রোক্লেম মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র
  • করুন এবং ৫-৭ দিন অন্তর পুনরায় সেপ্র করতে হবে।
  • ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি-প্রতি লিটার পানিতে ০.৫ এমএল হারে ভলিয়াম ফ্লেক্সি মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে সেপ্র করুন এবং ৭ দিন অন্তর পুনরায় সেপ্র করতে হবে।