সার ব্যবসহাপনা
সারের নাম |
কেজি/একর |
প্রয়োগর সময় |
ইউরিয়া |
১০০-১১০ |
৮-১০ দিন পর ১ম কিস্তি, ৩০ দিন পর ২য় কিস্তি ও ৪৫ দিন পর ৩য় কিস্তি প্রয়োগ করতে হবে। |
টিএসপি |
৮০-১১০ |
শেষ চাষের পূর্বে প্রয়োগ করতে হবে। |
এমপি |
৬০-৭০ |
অর্ধেক শেষ চাষের পূর্বে এবং বাকী অর্ধেক ইউরিয়া সারের ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। |
গোবর |
৪-৫ টন |
শেষ চাষের পূর্বে প্রয়োগ করতে হবে। |
গ্রোজিন (দস্তা) |
৩ |
শেষ চাষের পূর্বে প্রয়োগ করতে হবে। |
বিংগো |
৪-৫ |
শেষ চাষের পূর্বে প্রয়োগ করতে হবে। |