সার ব্যবসহাপনা

প্রতিমাদারজন্যসারেরপরিমাণ

  • গোবর ১০ কেজি, খৈল ২০০ গ্রাম, ছাই ২ কেজি, টিএসপি ১০০ গ্রাম, এমওপি ৫০ গ্রাম।
  • মাদা তৈরী করার সময় এসব সার প্রয়োগ করতে হবে।
  • চারা গজালে ১৪-২১ দিন পর পর ২ কিস্তিতে ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে।