সার ব্যবসহাপনা

প্রতি একরে-

ইউরিয়া : ১২০ কেজি

টিএসপি : ৭০ কেজি

এমওপি : ৪০ কেজি

জিপসাম : ৭০ কেজি

গ্রোজিন : ৩ কেজি

ম্যাগমা : ৬ কেজি

বিংগো : ১ কেজি

পচা গোবর : ১০ টন

ইউরিয়া সার অর্ধেক ও অন্যান্য সার বপনের আগে এবং বাকি অর্ধেক ইউরিয়া গাছে ফুল আসার সময় উপরি প্রয়োগ করতে হয়। সার উপরি প্রয়োগের সময় মাটিতে রস থাকা দরকার।

বীজ বপনের ১৫-২০ দিন পর একবার এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিড়ানি দিতে হবে।