পরজীবী উদ্ভিদজনিত রোগ

রোগেরলক্ষণ

  • সরিষার পরজীবী উদ্ভিদের মধ্যে অরোবাংকি প্রধান।
  • সরিষা গাছের শিকড়ের সাথে এ পরজীবী উদ্ভিদ সংযোগ স্থাপন করে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে।
  • ফলে পরজীবী আক্রান্ত সরিষার গাছ দুর্বল হয়, বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়।
  • অরোবাংকি এক প্রকার সপুস্পক পরজীবী উদ্ভিদ এবং এর বংশবৃদ্ধি সরিষা গাছের উপর নির্ভরশীল।

দমনব্যবস্থাপনা

  • ফুল আসার আগে পরজীবী উদ্ভিদ জমি হতে তুলে ধ্বংস করে ফেলতে হবে।
  • পরিমিত হারে টিএসপি সার ব্যবহার করতে হবে।
  • এ রোগে আক্রান্ত জমি গভীরভাবে চাষ করতে হবে।