ফসল সংগ্রহ

  • জাত ও লাগানোর সময়ের উপর নির্ভর করে ২-৪ মাসের মধ্যেই ফসল তোলা যায়।
  • টমেটো পাকা ও কাঁচা উভয় অবস্থায়ই তোলা যায়।
  • তবে দূরে পাঠানোর জন্য একেবারে পাকা টমেটো তোলা উচিত নয়।
  • পাকানোর জন্য বা টমেটোর ভাল রঙ আনার জন্য কৃত্রিম হরমোন ব্যবহার একেবারেই উচিৎ নয়।
  • প্রতি হেক্টরে গড় ফলন ২০-৪০ টন।