পাউডারী মিলডিউ

 

(Colletotrichum gloeosporioides)

রোগেরলক্ষণ

  • প্রথমে আম গাছের কান্ডের উপরিভাগে, কচি ডগা বা মুকুলের অগ্রভাগে সাদা
  • ময়দার মত পাউডার সৃষ্টি করে।
  • আক্রান্ত পুষ্প দন্ড বা ফল দন্ড শুকিয়ে যায়।
  • আক্রান্ত গাছ থেকে অনুকুল আবহাওয়ায় বাতাসের মাধ্যমে অতি দ্রুত এ রোগ বিস্তার লাভ করে।
  • উষ্ণ আর্দ্রতাযুক্ত আবহাওয়া ও রাতে নিম্ব তাপমাত্রা এ রোগ বিস্তারে সহায়ক।

দমনব্যবস্থাপনা

  • অনুমোদিত ছত্রাকনাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে।

বিভিন্ন ফসলে পাউডারি মিলডিউ রোগ দমনের জন্য থিয়োভিট ৮০ ডব্লিউজি কার্যকরী ও অনুমোদিত। 

থিয়েভিট ৮০ ডব্লিউজি- প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে থিয়েভিট মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে সেপ্র করুন।