You are here

পাউডারী মিলডিউ

(Leveillula taurica)

রোগেরলক্ষণ

  • পাতার উভয় পাশে প্রথমে সাদা সাদা পাউডারের মত দাগ দেখা যায়।
  • ধীরে ধীরে দাগগুলো বড় ও বাদামী হয়ে শুকিয়ে যায়।
  • আক্রান্ত লতা ধীরে ধীরে শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে এমনকি সম্পূর্ন গাছ মরে যায়।
  • দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মত কালো কালো বিন্দু দেখা যায়।

দমনব্যবস্থাপনা

  • জমির আশে পাশে কুমড়া জাতীয় অন্য যে কোন রকমের সবজি চাষ থেকে বিরত থাকা।
  • আগাম চাষ করে রোগের প্রকোপ কমানো যায়।
  • আক্রান্ত পাতা ও গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলা।
  • থিয়োভিট ৮০ ডব্লিউজি- প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম থিয়োভিট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ১৫ দিন পর পর সেপ্র করুন। অথবা
  •  সিলিকা ৮০ ডব্লিউজি- প্রতি ১০ লিটার পানিতে ৫০ গ্রাম সিলিকা মিশিয়ে ৫ শতাংশ জমিতে ১৫ দিন পর পর সেপ্র করুন