পাতা পঁচা

(Cercospora capsici)

ক্ষতিরলক্ষন

  • চারা ও বয়স্ক গাছের শাখা প্রশাখা, পাতা ফুল ও ফল এ রোগে আক্রান্ত হয়।
  • প্রথমে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়।
  • পরে এ দাগ বৃদ্ধি পায় ও আক্রান্ত অংশ বিবর্ণ হয়ে কালচে রং ধারন করে এবং পাতা দ্রুত পঁচে যায়।
  • অনুকুল পরিবেশে ৫-৭ দিনের মধ্যে সম্পূর্ন গাছ মরে যেতে পারে।

দমনব্যবস্থাপনা

  • ফসলের পরিত্যাক্ত অংশ নষ্ট করতে হবে।
  • স্কোর ২৫০ ইসি- রোগের লক্ষন দেখা মাত্রই প্রতি ১০ লিটার পানিতে ৫ এমএল স্কোর মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছভিজিয়ে সেপ্র করতে হবে।