You are here

পানি ব্যবসহাপনা

  • বাঁধাকপিতে পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে বাঁধাকপিতে ঘন ঘন সেচ দিতে হয়।
  • সার দেয়ার পরপরই সেচ দিতে হবে। এছাড়া জমি শুকিয়ে গেলে সেচ দিতে হবে।
  • জমিতে পানি বেশি সময় ধরে যেন জমে না থাকে সেটাও খেয়াল করতে হবে।
  • গাছ বড় হবার সাথে সাথে দুই সারির মাঝখান থেকে মাটি তুলে সারি বরাবর আইলের মত করে দিতে হবে।
  • ফলে দুই সারির মাঝে নালা তৈরি হবে। এতে সেচ দিতে বেশ সুবিধা হবে।