
রোগের লক্ষণ
- প্রাথমিকভাবে বয়স্ক পাতার কিনারা হলুদ হয়ে যায় এবং পরে কচি
- পাতাও হলুদ রং ধারণ করে।
- পরবর্তীতে পাতা বোটার কাছে ভেঙ্গে গাছের চারিদিকে ঝুলে থাকে এবং
- মরে যায়।
দমন ব্যবস্থাপনা
- আক্রান্ত গাছ গোড়াসহ উঠিয়ে ফেলা উচিত। আক্রান্ত গাছের তেউড়
- চারা হিসেবে ব্যবহার করা যাবে না।