পামকিন বিটল

(Raphidopalpa foveicollis, Aulacophora hilaris)

ক্ষতির লক্ষণ

  • র্পূণাঙ্গ পোকা চারা গাছের পাতা ছিদ্র করে খায় ।
  • কীড়া গাছের গোড়ায় মাটিতে বাস করে এবং গাছের শিকড়ের ক্ষতি করে ।

প্রতিকার 

  • আক্রান্ত গাছ থেকে পূর্ণাঙ্গ পোকা হাতে ধরে মেরে ফেলা । ২০-২৫ দিন চারা মশারির জাল দিয়ে ঢেকে রাখা ।

অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে।