
- আক্রান্ত মোচার খোসা ও দানা বিবর্ন হয়ে সমস্ত মোচা পচে যায়।
- দানা পুষ্ট হয় না, কুচকে অথবা ফেটে যায়।
- মোচাতে দানার উপর বা মাঝে খালি চোখে ছত্রাক দেখা যায়।
- গাছে মোচা আসা থেকে পাকা পর্যন্ত বৃষ্টিপাত বেশী হলে এ রোগের আক্রমন বেশী হয়।
দমনব্যবস্থাপনা
- অনুমোদিত ছত্রাক নাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।