মাজরা পোকা

মাজরা পোকা ৩ ধরনের

  • হলুদ মাজরা (Scripophaga incertulus)
  • কাল মাথা মাজরা (Sesamia inferens) 
  • গোলাপী মাজরা(Chilo polychrysus)

 হলুদ মাজরা পোকার লক্ষন সমূহ :

  • হলুদ মাজরা পাতার উপরে ও নীচে ডিম পারে ও ডিমের গাদার উপর হালকা ধূসর রংয়ের আবরন পড়ে।
  •  ডিম ফুটে কীড়া বের হয়ে আস্তে আস্তে কান্ডের ভিতর প্রবেশ করে ভিতরের নরম অংশ কুড়ে কুড়ে খায়। ক্রমে গাছের ডিগ ও পাতার গোড়া খেয়ে ফেলে ফলে ডিগ মারা যায়।
  •  শীষ আসার আগ পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরাডিগ দেখা যায় এবং ডিগ টান দিলে সহজেই উঠে আসে।
  •  শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ন শীষ শুকিয়ে যায়। একে সাদাশীষ বা মরাশীষ বলে। 

সমাধান : 

ভিরতাকো ৪০ ডব্লিউজি -

মাত্রা : ৩০ গ্রাম/একর

ব্যবহার বিধি:

  • ধানের চারা লাগানোর ১৫ দিন পর ৩০ গ্রাম ভিরতাকো সামান্য পানিতে গুলিয়ে নিয়ে পরিমানমত ইউরিয়া সারের সাথে মিশিয়ে সমস্ত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে।
  • ভিরতাকোর কার্যকারীতা ৩-৪ সপ্তাহ স্থায়ী হয় তাই শীষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চারা লাগানোর ৪০ দিন পর ভিরতাকো একই নিয়মে ২য় বার প্রয়োগ করতে হবে। 
  • ভিরতাকো শেষ প্রয়োগ ও ফসল তোলার মাঝে ২১ দিন ব্যবধান রাখা উচিত।