
- পাতার উভয় পাশে প্রথমে ছোট wWম্বাকৃতির, চৌকোনাকৃতির বা অনিয়মিত বাদামী রংয়ের দাগ পড়ে।
- দাগগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং একত্রিত হয়ে সমস্ত পাতার রং হলুদ করে ফেলে ।
- এ রোগের আক্রমন বেশী হলে পাতা শুকিয়ে যায় এবং খাদ্য তৈরীর অভাবে হলুদ উৎপাদনের পরিমান কমে যায়।
- সমস্ত গাছ ঝলসানোর মত মনে হয় এবং ফলন কম হয়।
দমনব্যবস্থাপনা
- রোগের মাত্রা বেশী হলে অনুমোদিত ছত্রাকনাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে।