কৃমি জনিত উফরা রোগ

লক্ষন সমুহ

  • মাটি দ্বারা পরিবাহিত কৃমি গাছের উপরের অংশে আক্রমন করে।
  • আবদ্ধ অস্ফুটিত পাতা ও বর্ধনশীল অংশের খুব নরম অংশ এরা পরজীবি হিসাবে খেয়ে থাকে।
  • সদ্য বের হওয়া পাতায় প্রথমে সাদা ছিটকা দাগ পড়ে ও আস্তে আস্তে কচি পাতাটি ভেঙ্গে পড়ে।
  • পাতা বের হবার সময় মুচড়িয়ে যায় ও অধিকাংশ ছড়াই মোচড় খায় ও চিটা ধান বের হয়। কোন কোন ছড়া মোটেই বের হয় না।