কালো পচা

(Black rot)(Xanthomonas campestris)

রোগেরলক্ষণ

  • আক্রান্ত চারা গাছের পাতা হলদে হয় এবং বড় হওয়ার আগেই ঝরে পড়ে।
  • বয়স্ক গাছের পাতার কিনারা থেকে “ V” আকৃতির হয়ে দাগ ভিতরের দিকে আসতে থাকে।
  • আস্তে আস্তে পাতার মধ্যশিরা ও কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত হয়ে বাদামী রং হয় এবং পাতা শুকিয়ে মারা যায়।
  • মধ্যশিরা ও অন্যান্য শিরা কাটলে ভিতরে কালো রঙের পচন দেখা যায়।
  • এ রোগের ফলে কপির মাথা ছোট হয়ে যায় এবং নীচের দিকের পাতা খসে পড়তে থাকে।

দমনব্যবস্থাপনা

  • বীজ বপনের পূর্বে ৫০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে বীজ শোধন করে নেয়া।
  • সকালে সেচ দিন তবে ঝরণা দিয়ে সেচ দেয়া যাবে না।
  • আগাছা পরিস্কার রাখুন এবং অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা।