জমিতে বীজ বপন

  • রবি মৌসুম

বপনের সময় : অক্টোবর - ডিসেম্বর ও সংগ্রহের সময় : ফেব্রুয়ারী- এপ্রিল।

  • খরিপ মৌসুম

বপনের সময় : ফেব্রুয়ারী-মার্চ ও সংগ্রহের সময় : মে- জুন।

  • বীজের হার :একরে ৬-৭ কেজি

সারি থেকে সারির দুরত্ব : রবি মৌসুমঃ ৭০ সে.মি. এবং খরিপ মৌসুমঃ ৬০ সে.মি.

  • বীজ থেকে বীজের দুরত্ব : ২৫ সে.মি)
  • বপনের গভীরতা : ১ থেকে ১.৫ ইঞ্চি।
  • প্রতি গর্তে বীজের সংখ্যা :১টি