জাব পোকা

(APhids)(Aphis craccivora, A. gossypii)

ক্ষতির লক্ষণ

  • পূর্নবয়স্ক ও নিস্ফ উভয়েই শিমের পাতা, কচি কান্ড, ফুল ও ফলের কুঁড়ি,বোঁটা
  • এবং ফলের কচি অংশের রস চুষে খায় ।
  • ফলে গাছ প্রথমে দুর্বল ও পরে হলুদ হয়ে যায়।
  • গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমন হলে ফুলের কুঁড়ি ও কচি ফল ঝড়ে পড়ে।
  • আক্রমনের মাত্রা বেশি হলে কচি ডগা মরে যায়।
  • জাব পোকা শিম জাতীয় ফসলে মোজাইক রোগ ছড়ায়।

দমনব্যবস্থাপনা

  • আক্রান্ত পাতা, ডগা, ফুল পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করা।
  • জাব পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।

বিভিন্ন ফসলে জাব পোকা দমনের জন্য একতারা ২৫ ডব্লিউজিকার্যকরী ও

অনুমোদিত।

(২.৫ গ্রাম একতারা প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র করতে হবে)