You are here

হলদে বামুন

লক্ষন সমুহ
•আক্রান্ত গাছে নতুন প্রসারিত পাতা হলদে বা পংশু রং হয়।
•পাতার রং হলদে সবুজ থেকে সাদাটে সবুজ বা ফ্যাকাশে হলদে হতে পারে।
•রোগ বাড়ার সাথে সাথে আক্রান্ত গাছ বিবর্ন হয়, খুব খাট ও অত্যধিক কুশী হয়, পাতাগুলো নরম হয়ে ঝুলে পড়ে।
•আক্রান্ত গাছে খুব কম ছড়া হয় ও গাছ মরে যেতে পারে।