গলমাছি

লক্ষন সমূহ

  • স্ত্রী গলমাছি পাতার নীচের পাশে ডিম পাড়ে।
  • ডিম থেকে কীড়া বের হয়ে ধান গাছের মাঝখানে বাড়ন্ত কুশীর গোড়ায় আক্রমন করে।
  • ফলে মাঝখানের পাতাটা পেয়াজের পাতার মত নলাকার হয়ে যায়।
  • এই অবস্থায় কুশীতে শীষ বের হয় না।

সমাধান:

পোকার আক্রমন দেখা গেলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন।