চারা উঠানো এবং বহন

  • বীজতলার চারায় পাতার সংখ্যা ৩.৫ পাতা হলে চারা মূল জমিতে রোপনের উপযোগী হয়েছে বলে ধরা হয়।
  • ৩.৫ পাতার পর বীজতলা থেকে চারা তুলতে বেশী দিন দেরী হলে চারা তোলার সময় চারার স্থায়ী মূল ছিড়ে যায়, এতে চারার স্বাস্থ্য ভীষন আঘাতপ্রাপ্ত হয়।
  • আগের দিন সন্ধ্যা বেলায় বীজতলায় হালকা সেচ দিতে হবে যাতে মাটি নরম হয়ে চারা সহজে উঠে আসে।
  • যত্ন সহকারে চারা তুলুন যাতে চারা গাছের কান্ড মুচড়ে বা ভেঙ্গে না যায় এবং পাতা না ছিড়ে যায়।
  • বীজতলা থেকে চারা উঠানোর ২-৩ ঘন্টার মধ্যেই মূল জমিতে চারা রোপণ করুন।