মরিচচাষদুইভাবেকরাযায়
- চারা তৈরি করে রোপন করা।
- সরাসরি বীজ বপন করা।
চারারোপণ
- ৪-৫ সপ্তাহ বয়সের চার সারিতে রোপন করতে হবে।
- লাইন থেকে লাইনের দূরত্বঃ ১৫-১৮ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব ৯-১২ ইঞ্চি।
- চারা বিকেলে লাগাতে হবে এবং ২-৩ দিন সকাল বিকাল পানি দিতে হবে।
সরাসরিবীজবপন

- আশ্বিন কার্তিক মাসে জমি ভালভাবে ৪-৬ টি চাষ দিয়ে লাইনে বীজ বপন করুন।
- বপনের পূর্বে বীজ ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা উত্তম।
- বীজের পরিমান-১, কেজি প্রতি একরে।
- চারা বাছাইঃ ২-৩ সপ্তাহ পরে চারা বাছাই করে ৫-৭ ইঞ্চি দূরে দূরে একটি করে চারা রাখতে হবে।