চারা রোপন
- ২৫-৩০ দিন বযসের সুস্থ ও সবল চারা রোপণ করুন।
- লাইন থেকে লাইন ২ ফুট এবং চারা থেকে চারা ১.৫ ফুট দূরত্ব রাখুন (প্রতি শতাংশে ১৫০ টি চারা)
- মৌসুমভেদে বাঁধাকপির বীজ বপনের ও চারা রোপণের সময়ঃ
সময় |
বীজ বপনের সময় |
চারা রোপণের সময় |
আগাম |
শ্রাবণ-ভাদ্র |
ভাদ্র-আশ্বিন |
মধ্যম |
আশ্বিন-কার্তিক |
কার্তিক-অগ্রাহায়ণ |
নাবি |
অগ্রাহায়ণ-মধ্য পৌষ |
পৌষ-মধ্য মাঘ |