চারা রোপন

  • চারায় ৫-৬ টি পাতা হলেই (৩০-৩৫ দিন বয়সের চারা) রোপণের উপযুক্ত হয়।
  • সারি থেকে সারির দূরত্ব ২ ফুট এবং চারা থেকে চারার দূরত্ব ১.৫ ফুট।
  • চারা রোপণের সময় যেন শিকড় মুচড়ে বা বেঁকে না যায়। এতে চারার মাটিতে প্রতিষ্ঠা পেতে দেরী হয় ও বৃদ্ধি কমে যায়।