চারা রোপন

  • বীজতলার চারায় পাতার সংখ্যা ৩.৫ পাতা হলেই চারা মূল জমিতে লাগানোর উপযোগী হয়।
  • চারা রোপনের আগের দিন সন্ধ্যা বেলায় বীজতলায় হালকা সেচ দিন যাতে বীজতলার মাটি নরম হয় এবং সহজে চারা উঠে আসে।
  • বীজতলা থেকে চারা উঠানোর ২-৩ ঘন্টার মধ্যেই মূল জমিতে চারা রোপণ করুন।
  • লাইন করে চারা রোপণ করুন।
  • সারি থেকে সারির দূরত্ব ৮ ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব ৬ ইঞ্চি রাখুন।
  • প্রতি গোছায় মাত্র ২ টি ৩.৫ পাতার সুস্থ সবল চারা রোপন করুন।
  • মাটির ১ ইঞ্চি গভীরে চারা রোপন করা উত্তম।
  • চারা রোপনের পর কোন কারণে শুকিয়ে বা মরে গেলে সে সব স্থানে যত তাড়াতাড়ি সম্ভব নতুন চারা লাগিয়ে দিন

ধানের কার্যকরী কুশি বাড়াতে চারা রোপণের ১০-১৫ দিন বয়সে থিয়োভিট একর প্রতি ১ কেজি হারে প্রয়োগ করুন। থিয়োভিটের পাঁচটি গুরুত্বপূর্ণ গুন - 

  • সবুজ কনা বাড়ায়
  • শিকড় বৃদ্ধি করে
  • কার্যকরী কুশির সংখ্যা বাড়ায়
  • খাদ্যের সমন্বয় ঘটায়
  • ফলন বৃদ্ধি করে