চারা ধবসা রোগ

(Damping off)

রোগেরলক্ষণ

  • বীজতলায় চারা গজানোর পর থেকে মূল ক্ষেতে চারা রোপন পর্যন্ত এ রোগের আক্রমন হয়ে থাকে।
  • অংকুরিত বীজের বীজপত্র, কান্ড এবং শিকড় নষ্ট করে দেয়।
  • আক্রান্ত চারা প্রথমে হালকা সবুজ হয়ে ঢলে যায় এবং সম্পূর্ন চারাটিই মরে যায়।
  • আক্রান্ত চারা ২-৪ দিনের মধ্যেই পচে নষ্ট হয়ে যেতে পারে।

দমনব্যবস্থাপনা

  • দীর্ঘ সময় ছায়াযুক্ত স্থানে বীজতলা তৈরী না করা এবং ঘন করে বীজ না বোনা।
  • বীজতলায় বীজ ফেলার আগে মাটি ভাল করে চাষ দিয়ে রোদে কয়েকদিন (২-৩)দিন ভালভাবে শুকিয়ে নেয়া।
  • বীজতলায় কখনো যেন পানি দাড়াতে না পারে।
  • মূল জমিতে পর্যাপ্ত জৈব সার (হেক্টর প্রতি ১৫-২০ টন) প্রয়োগ করা।
  • শোধনকৃত বীজ বপন করা।
  • আক্রান্ত গাছ জমি থেকে তুলে ধ্বংস করতে হবে।