- সুস্থ সবল চারা পেতে বীজতলায় সব সময় পানি রাখুন।
- বোরো মৌসুমে অধিক শীত হলে বীজতলা সন্ধ্যায় পানিতে ডুবিয়ে দিয়ে সকালে পানি ছেড়ে দিন।
- অধিক কুয়াশা হলে সকালে রশি টেনে শিশির ফেলে দিন।
- বীজ বপনের ৩-৪ দিন পর থেকে নালায় সেচ দিন এবং বীজ তলার মাটি নরম রাখুন।
- বীজতলায় ২-৫ সেন্টিমিটার (০.৭৮ থেকে ২ ইঞ্চি) পানি রাখুন এবং মাঝে মাঝে জমে থাকা পানি বের করে পুনরায় নতুন পানি দিন।
- চারা গাছ হলদে হয়ে গেলে চারা গজানোর ২ সপ্তাহ পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করুন।
- ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে বীজতলায় মাত্রা অনুযায়ী থিয়োভিট প্রয়োগ করুন।
- রোগ দমনের জন্য অধিক শীত ও কুয়াশায় বীজতলায় মাত্রানুযায়ী টিল্ট বা স্কোর স্প্রে করুন।
