বীজতলা

  • মাটি পাউডারের ন্যায় ঝুরঝুরে করে বেড তৈরী করুন (বেডের আকার ১০ ফুট x ৩ ফুট)
  • প্রতি একরের জন্য ৪০-৫০ গ্রাম বীজ দরকার।
  • ১০ x ৩ ফুট মাপের ১৬-২০টি বীজতলার চারা প্রতি ১ হেক্টর জমিতে রোপন করা যায়।