ভূট্টার ঝুল
(Ustillago maydis)
রোগেরলক্ষণ
- ভূট্টার দানা, পাতা, কান্ড ও শীষের যে কোন অংশে গল দেখা যায়।
- গল প্রথমে চকচকে পাতলা আবরনে ঢাকা থাকে এবং হালকা রংয়ের হয়।
- ক্রমেই গল কাল রং ধারন করে ফেটে যায়।
দমনব্যবস্থাপনা
- অনুমোদিত ছত্রাক নাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।