(Leucinodes orbonalis)
ক্ষতির লক্ষণ
- কীড়া ফুলের কুঁড়ি, পাতার বোটা, কচি ডগা ছিদ্র করে ভিতরে ঢুকে কুরে কুরে খায় ও সুড়ঙ্গের সৃষ্টি হয়।
- ফলে কচি ডগা ঢলে পড়ে এবং অবশেষে মারা যায় ।
- একইভাবে কীড়া ফল ছিদ্র করে ভিতরে ঢুকে ও শাঁস খায়।
- আক্রান্ত বেগুনের গায়ে কীড়ার মলসহ ছিদ্র দেখা যায় এবং বেগুন কাটলে ভিতরে মল ও পচা সুড়ঙ্গ দেখা যায়।
- আক্রমণের মাত্রা বেশি হলে বেগুন পচতে শুরু করে এবং ঝড়ে পড়ে। অনেক সময় গাছও মারা যায়।

দমন ব্যবস্থাপনা
- প্রতি সপ্তাহে অন্ততঃ একবার আক্রান্ত ডগা ও ফল ছিঁড়ে ধ্বংস করতে হবে।
- আগাছা, বেগুনের মরা পাতা, আক্রান্ত ডগা ইত্যাদি সরিয়ে ক্ষেত সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- প্রোক্লেম ৫ এসজি (১ গ্রাম/লিটার পানি) প্রয়োজনীয় পানির সাথে আনুপাতিক হারে প্রোক্লেম মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে
- করুন এবং ৫-৭ দিন অন্তর পুনরায় স্প্রে করতে হবে।
- অথবা ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি (প্রতি লিটার পানিতে ০.৫ এমএল হারে ভলিয়াম ফ্লেক্সি মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন
- এবং ৭ দিন অন্তর পুনরায় স্প্রে করুন)।