বাঁধাকপির মাথা খেকো লেদা পোকা

(Web worm)(Spodoptern litura

ক্ষতির লক্ষণ

  • এক সাথে অনেকগুলো কীড়া বাধাকপির বর্ধনশীল অংশ খেয়ে ফেলে।
  • ফলে বাধাকপির মাথা নষ্ট হয় এবং খাওয়ার অনুপযোগী হয়।
  • কীড়া পাতা কুড়ে কুড়ে খেতে খেতে জালের মত করে ফেলে।

দমন ব্যবস্থাপনা

  • সম্ভব হলে হাত দ্বারা কীড়া ও ডিম সংগ্রহ করে ধ্বংস করা।
  • বাধাকপির মাথা খেকো  পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক মাত্রানুযায়ী ব্যবহার করতে হবে।