বাদামী দাগ

লক্ষন সমুহ

  • ধান গাছের পাতায় এবং বীজের খোসায় এই রোগের স্পষ্ট লক্ষন দেখা যায়। 
  • প্রথমে পাতার দাগগুলো ডিম্বাকৃতি এবং তিল বীজের মত মনে হয়।
  • প্রায় একই রকম দাগ পাতার সমস্ত অংশে সমানভাবে দেখা যায়।
  • দাগের কেন্দ্র ধূসর বা সাদা বর্নের এবং কিনারা হালকা রংয়ের হয়।

সমাধানঃ অনুমোদিত ছত্রাকনাশক মাত্রা অনুযায়ী ব্যবহার করুন।