You are here

আনত পরিচর্যা

  • সেচ ও নিষ্কাশনের সুবিধার্থে সারির মাঝে সার দিয়ে সারির মাঝের মাটি তুলে গাছের গোড়ায় টেনে দেয়া।
  • তবে ফুলকপির ফুল সাদা রাখার জন্য কচি অবস্থায় চারদিক থেকে পাতা টেনে বেঁধে ফুল ঢেকে দিতে হবে।
  • সূর্যের আলো সরাসরি ফুলে পড়লে ফুলকপির রঙ হলুদাভ হয়ে যাবে।