You are here

পার্পল ব্লচ/ব্লাইট

(Alternaria cepa)

ক্ষতিরলক্ষন

  • যে কোন বয়সের পাতা ও কান্ডে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা হালকা বেগুনী রংয়ের দাগের সৃষ্টি হয়।
  • দাগগুলি বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয় এবং আক্রান্ত স্থান খড়ের মত হয়ে শুকিয়ে যায়।
  • আক্রান্ত পাতা ক্রমান্বয়ে উপরের দিক হতে মরতে শুরু করে।
  • পাতা বা কান্ডের গোড়ায় আক্রান্ত স্থানে দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ ভেঙ্গে পড়ে এতে বীজ অপুষ্ট হয় ও ফলন কম হয়।
  • বীজ বেশিদিন গুদামে রাখা যায়না । বাজার মূল্য কমে যায়।

দমনব্যবস্থাপনা

  • রসুনের পার্পল ব্লচ রোগ দমনে অনুমোদিত ছত্রাকনাশক মাত্রানুযায়ী প্রয়োগ করুন।

মসলা জাতীয় ফসল পিয়াজের পার্পল ব্লচ রোগ দমনে স্কোর ২৫০ ইসি কার্যকরী ও অনুমোদিত 

স্কোর ২৫০ ইসি- প্রতি ১০ লিটার পানিতে ৫ এমএল স্কোর মিশিয়ে রোগের লক্ষন দেখা মাত্রই প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে

গাছ ভিজিয়ে সেপ্র করতে হবে। আক্রমনের মাত্রা বেশী হলে প্রয়োজনে ১৫ দিন পর পুনরায় একই নিয়মে সেপ্র করুন।