You are here

খোলপঁচা

খোলপঁচা রোগের লক্ষণগুলো হল -

• প্রাথমিক অবস্থায়  ক্ষেতে দাঁড়ানো পানির উচচতায় ধানের কাণ্ডে হালকা বাদামি দাগ পড়ে।
• দাগ গুলো ধীরে ধীরে বড় হয়ে একত্রিত হয়
• পরবর্তীতে ধানের  আক্রান্ত কাণ্ডটি গোখরো সাপের চামড়ার মত দেখায়
• প্রতিকার না নিলে ধানের  কোমর ভেঙ্গে মাটিতে নুইয়ে পড়ে এবং ধান ধানের  জীবন ধ্বংস হয়ে যায়। 

খোলপঁচা রোগের সমাধান এমিস্টার টপঃ
• এমিস্টার টপ একটি স্পর্শক ও প্রবহমান গুনসম্পন্ন ছত্রাকনাশক।
• এটি একেবারেই নতুন প্রজন্মের ছত্রাকনাশক।
• ধানের খোলপঁচা  রোগ দমনে এটি অনন্য কার্যকরী।
• এমিস্টার টপ  খোলপঁচা  রোগ সফলভাবে দমন করে। তাই এমিস্টার টপ একটি সম্পূর্ণ সমাধান, যাতে  কোন মিশ্রণের প্রয়োজন হয় না।

মাত্রাঃ এমিস্টার টপ এর একর প্রতি মাত্রা ২০০ মিলি অর্থাৎ প্রতি লিটার পানিতে ১ মিলি।

ব্যবহার বিধিঃ
• ১০ লিটার পানিতে ১০ মিলি এমিস্টার টপ মিশিয়ে ৫ শতাংশ ধান  গাছ ভিজিয়ে স্প্রে করুন।
• বোতলের এক ক্যাপ = ৮ মিলি। সেই অনুযায়ী মাত্রা সমন্বয় করে নিন।
• এমিস্টার টপ এর কার্যকারিতার মেয়াদ ১৪ দিন। তবে আক্রমণের তীব্রতা বেশী হলে ৭ দিন পর পর স্প্রে করতে হবে।