কান্ড পচা

লক্ষন সমুহ

  • ছত্রাক সাধারনতঃ জমির পানির উপরের তল বরাবর কোন ক্ষতের মাধ্যমে গাছের ভিতর ঢুকে রোগ সৃষ্টি করে।
  • প্রথমে গাছের বাইরের খোলে কালচে গাঢ়, অনিয়মিত দাগ পড়ে এবং আস্তে আস্তে বড় হয়।
  • পরে ছত্রাক গাছের কান্ডের ভিতর ঢুকে কান্ডকে দুর্বল করে ও গাছ হেলে ভেঙ্গে পড়ে।
  • সমাধানঃ অনুমোদিত ছত্রাকনাশক মাত্রা অনুযায়ী ব্যবহার করুন।