জমি তৈরী (মাদা তৈরী)
- এঁটেল দোআঁশ মাটিতে শসার ফলন বেশি পাওয়া যায়।
- jম্বা ও আড়াআড়ি ভাবে ৩/৪ টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিন।
- শেষ চাষ ও মই দেওয়ার পূর্বে জমিতে পরিমাণমত সার দিতে হবে।
- ৬-৭ ফুট দূরত্বে ১ ফুট গভীর ও ১ ফুট ব্যাসের দুই সারিতে মাদা তৈরী করতে হবে।