জমি নির্বাচন ও তৈরী
পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত উর্বর দো-আশ বা
- দো-আশ মাটি ভূট্টা চাষের জন্য সর্বোৎকৃষ্ট।
- পলি মাটিযুক্ত জমিতে (চর অঞ্চল) বিনা চাষে
- ভূট্টা চাষ করা যায়।
- লাঙ্গল দিয়ে প্রায় ৫-৬ বার আড়াআড়ি চাষ ও
- মই দিয়ে মাটি ঝুরঝুরা করে সমতল করুন।
পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত উর্বর দো-আশ বা