আগাছা দমন

আগাছার ধরণঃ 

  • সেজেস - চেঁচড়া, হলদে মুথা, বড় চুচা, জয়না ইত্যাদি। 
  • ঘাস - দূর্বা, ক্ষুদে শ্যামা, বড় শ্যামা ইত্যাদি। 
  • চওড়া পাতা - শুষনি শাক, ঝিল মরিচ, চাঁদ মালা, পানি কচু, পানি লং, পানি ডগা ইত্যাদি।  
আগাছার ক্ষতির ধরণঃ
  • খাদ্যে ভাগ বসায়
  • আলো, বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে
  • পোকা মাকড় ও রোগ বালাই এর আশ্রয়স্থল
  • ফলন কমিয়ে দেয়
  • উৎপাদন খরচ বাড়ায়

সমাধানঃ
 
রিফিট + লগরান একসাথে ব্যবহার করুন। 

মাত্রাঃ একর প্রতি রিফিট ৪০০ মিঃলিঃ + লগরান ৩ গ্রাম

ব্যবহারবিধিঃ 

  • চারা রোপনের ৩-৭ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে
  • ইউরিয়া সারের (৪-৫ কেজি) সাথে মিশিয়ে সমভাবে ছিটিয়ে দিতে হবে
  • ১-২ ইঞ্চি দাঁড়ানো পানি থাকতে হবে
  • পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত সেচ দিবেন না