- প্রতি গর্তে সারের পরিমাণ গোবর ২০ কেজি, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম, এমওপি ৩০০ গ্রাম, জিপসাম ৩০০ গ্রাম,
- জিংক সালফেট ৬০ গ্রাম প্রয়োগ করতে হয়।
- গর্ত ভর্তির ১০-১৫ দিন পর চারার গোড়ার মাটির বলসহ গর্তের মাঝখানে সোজাভাবে রোপণ করতে হবে। একটি পূর্ণ বয়স্ক ফলন্ত
- আম গাছে বছরে ৫০ কেজি জৈব সার, ২ কেজি ইউরিয়া, ২ কেজি টিএসপি, ৫০০ গ্রাম এমওপি, ৫০০ গ্রাম জিপসাম ও ২৫ গ্রাম
- জিংক সালফেট প্রয়োগ করতে হবে।
- দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হয়। প্রথমবার জৈষ্ঠ্য-আষাঢ় মাসে (মধ্য মে থেকে মধ্য জুলাই) এবং দ্বিতীয়বার আশ্বিন মাসে
- (মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর) প্রয়োগ করতে হবে।