চারা গজাবার পরই মাচা তৈরি করে বাউনির ব্যবস্থা করতে হবে। বাউনি দিতে দেরি করলে ডাল পালা জট পাকিয়ে ফেলে। এতে পরিচর্যার অসুবিধা সৃষ্টি হয়।