(Colletotrichum capsici)
ক্ষতিরলক্ষন
- চারা ও বয়স্ক গাছের পাতা, কান্ড, ফুল ও ফল আক্রান্ত হয়।
- আক্রান্ত পাতা ঝরে যায় ও ডগা উপর হতে মরতে শুরু করে।
- আক্রান্ত গাছ ফ্যাকাশে বর্ণ ধারণ করে, দুর্বল হয়ে যায় ও ফল ধারণ ক্ষমতা কমে যায়।
- ফলের উপর গোলাকার কাল দাগ পড়ে এবং দাগের চারদিকে গাঢ় হলুদ রিং বা বলয় থাকে।
- এ দাগ বৃদ্ধি পেয়ে ফল পঁচিয়ে দেয় ও ঝরে পড়ে এবং আক্রান্ত গাছ দ্রুত মারা যায়।
দমনব্যবস্থাপনা
- টিল্ট ২৫০ ইসি- রোগের লক্ষন দেখা মাত্রই প্রতি ১০ লিটার পানিতে ৫ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ
- ভিজিয়ে সেপ্র করতে হবে।