খোল পচা

লক্ষন সমুহ

  • ধান গাছে থোড় আসার শেষ পর্যায় যে খোল ছড়াকে আবৃত করে রাখে সেই খোলে এই রোগ হয়।
  • প্রথমে গোলাকার বা অনিয়মিত লম্বা দাগ হয়। দাগের কেন্দ্র ধূসর ও কিনারা বাদামী রং বা ধূসর বাদামী হয়।
  • দাগগুলো একত্রে বড় হয়ে সম্পূর্ন খোলেই ছড়াতে পারে।
  • থোড়ের মুখ বা শীষ পচে যায় এবং গুড়া ছত্রাংশ খোলের ভিতর প্রচুর দেখা যায়।
  • শীষ আংশিক বের হয় ও খুব কম সংখ্যক ধান পুষ্ট হয়।

সমাধানঃ অনুমোদিত ছত্রাকনাশক মাত্রা অনুযায়ী ব্যবহার করুন।