ঘাসী বেটে রোগ

লক্ষন সমুহ

  • আক্রান্ত গাছ অত্যন্ত খাট ও তাতে অসংখ্য কুশী হয়।
  • দেখতে ঘাসের মত ও এক জায়গা থেকে অনেক গাছ বের হয়েছে বলে মনে হয়।
  • পাতা সরু খাট ও শক্ত হয়, পাতার রং সবুজ ও মাঝে মাঝে মরিচা দাগ পড়ে।
  • আক্রান্ত গাছ ধান পাকা পর্যন্ত বাঁচে তবে ছড়া অত্যন্ত কম হয়। ছড়া ছোট ও গাঢ় বাদামী রংয়ের চিটা হয়।