চারা রোপন

  • ষড়ভূজি পদ্ধতিতে আম চারা রোপণ করলে ১৫ ভাগ চারা বেশি রোপণ করা যায়।
  • সমতল ভূমিতে বর্গাকার বা আয়তাকার, পাহাড়ি ভূমিতে কণ্টুরপদ্ধতিতেচাষকরাযায়
  • জৈষ্ঠ্য থেকে আষাঢ় (মধ্য মে থেকে মধ্য জুলাই) এবং ভাদ্র-আশ্বিন মাস (মধ্য আগষ্ট থেকে অক্টোবর) চারা রোপণের উপযুক্ত সময়।
  • গর্তে চারা রোপন করতে হবে। গর্তের আকার- ৩ ফুট × ৩ ফুট × ৩ ফুট হতে হবে। 
  • প্রতি চারা থেকে চারার দূরত্ব ৮ থেকে ১০ মিটার (১০-১১ গজ) রাখতে হয়।