ব্লাষ্ট

লক্ষন সমুহ

  • গাছের যে কোন বয়সে এ রোগ আক্রমন করতে পারে।
  • প্রথমে পাতায় খুব ছোট বর্তুলাকার দাগ পড়ে।
  • দাগের মাঝামাঝি অংশ প্রশস্ত হয় ও দুই প্রান্ত সরু থাকে যাতে দাগ দেখতে চোখের মত মনে হয়।
  • বড় দাগ গুলোর কেন্দ্র ধূসর বর্নের হয় ও আক্রান্ত পাতা মরে যেতে পারে।

সমাধানঃ

এমিস্টার টপ ৩২৫ এস সি

  • মাত্রা : ২০০ এমএল/একর
  • ব্যবহার বিধি: প্রতি ১০ লিটার পানিতে ১০ এমএল এমিস্টার টপ মিশিয়ে ৫ শতাংশ জমিতে ধান গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালভাবে ভিজিয়ে স্প্রে করুন।
  • এমিস্টার টপের কার্যকারিতার মেয়াদ ১৪ দিন। তবে আক্রমণের তীব্রতা বেশী হলে ১৪ দিন পর পর স্প্রে করতে হবে।

ফিলিয়া ৫২৫ এস ই:

  • মাত্রা : ৪০০ এমএল/একর
  • ব্যবহার বিধি: প্রতি ১০ লিটার পানিতে ২০ এমএল ফিলিয়া মিশিয়ে ৫ শতাংশ জমিতে ধান গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালভাবে ভিজিয়ে স্প্রে করুন।
  • ফিলিয়ার কার্যকারিতার মেয়াদ ১৪ দিন। তবে আক্রমণের তীব্রতা বেশী হলে ১৪ দিন পর পর স্প্রে করতে হবে।