বীজ রোপন

  • ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়।
  • সাধারনত ১২-১৫ গ্রাম ওজনের  ১-২টি কুঁড়ি বিশিষ্ট কন্দ লাগানো হয়।
  • ১ ফুট দুরত্বে সারি করে ১০ ইঞ্চি দূরে ২ ইঞ্চি গভীরে কন্দ লাগাতে হয়।  কন্দ লাগানোর পর ভেলী করে দিতে হবে।
  • প্রতি একরে ৪০০ কেজি (হেক্টরে ১০০০ কেজি) কন্দের প্রয়োজন হয়।